শামীম ওসমানের শ্বশুরবাড়িতে আইভী

আর মাত্র ৯ দিন। পুরো সিটি করপোরেশন এলাকা সরগরম। প্রার্থীদের পদচারণায় মুখর পাড়া-মহল্লা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। চায়ের টেবিলে আলোচনার ঝড় কে বিজয় ছিনিয়ে নিচ্ছে তা নিয়ে। এক্ষেত্রে সবচে বেশি আলোচনা নৌকা আর ধানের শীষ প্রতীক নিয়ে।

এর মধ্যে নৌকার প্রার্থী একজন নারী, আগে থেকেই ব্যাপক পরিচিত মুখ। তাই তিনি যেন খুব আপন মানুষ- এমনই অনুভূতি ভোটারদের। তাই তাকে নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও আলোচনা চলছে অন্য ইস্যুতে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ও প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য শামীম ওসমানের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর স্বদলীয় রাজনৈতিক বিরোধ বহুদিনের। তবে এ বিরোধের বরফ খানিকটা গলেছে এবারের নির্বাচনে।

দলীয় প্রধানের হস্তক্ষেপে শামীম ওসমান-আইভী বিরোধের উত্তাপ কমে এসেছে। আইভীকে ‘আদরের’ ছোট বোন দাবি করে নৌকামার্কা শাড়িও পাঠিয়ে দিয়েছেন শামীম ওসমান। এনিয়ে গণমাধ্যমে লেখালেখি কম হচ্ছে না।

এবার আইভী ভোট চাইতে গেলেন শামীম ওসমানের শ্বশুরবাড়ি। সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর জামতলা হায়দার আলী রোডে যান। সেখানে শামীম ওসমানের শ্বশুর সাইফুদ্দিন আহম্মেদের বাড়িতে উঠেন। ওই সময় আইভীকে স্বাগত জানিয়ে জড়িয়ে ধরেন শামীম ওসমানের শাশুড়ি সামসুন নাহার। সবার সঙ্গে কথা বলে ও নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। আইভীর উপস্থিতিতে সবার মধ্যে খুশি খুশি ভাব দেখা যায়।

সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় আইভী সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত খারাপ কিছু দেখেনি। যেখানে যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। শান্ত পরিবেশে নির্বাচনের আমেজ নিয়ে নারী-পুরুষ সবাই আনন্দ করছে, উৎসাহিত হচ্ছে।’

আইভী ১৩ নম্বর ওয়ার্ডের জামতলা, ইসদাইর, মাসদাইর ও গলাচিপা এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ১৫ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া, টানবাজার, সাহাপাড়া ও সুতাপট্টি এলাকায় গণসংযোগ করেন।

নৌকা প্রতীকের প্রচারণার সময় আইভীর সঙ্গে ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ইসহাক আলী পান্না, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাকে সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান ও সাবেক এমপি শামীম ওসমান।



মন্তব্য চালু নেই