শাবনূরের ঘর ভাঙা নিয়ে মুখ খুললেন স্বামী অনিক
বাংলাদেশ চলচ্চিত্রে সফল অভিনেত্রী ছিলেন শাবনূর। অসংখ্য ব্যবসা সফল ছবিতে দ্যুতি ছড়িয়েছেন তিনি। কিন্তু ২০১২ সালের ২৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করার পর থেকেচলচ্চিত্র থেকে পিছিয়ে পড়েন তিনি।
বর্তমানে চলচ্চিত্র ছেড়ে কিছুটা দূরে থাকলেও স্বামী-সন্তান নিয়ে সুখেই আছেন শাবনূর। তবে চলতি সপ্তাহে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রটে, ঘর ভাঙছে শাবনূরের! এমন খবরে রীতিমত বেজার শাবনূরের স্বামী অনিক।
তিনি বলেন, ‘একেবারেই মিথ্যে বানোয়াট একটা কথা আমাদের ঘর ভাঙছে! আমি দেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া যেতে পারছি না। তবে মুঠোফোনে দৈনিক কয়েকবার যোগাযোগ হচ্ছে। আমরা ভালো আছি, সুখেই আছি।’
মন্তব্য চালু নেই