শাকিলের হাত ধরে এলো চতুর্থ স্বর্ণ

চলতি এসএ গেমসে শুরুটা করেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলন থেকে বাংলাদেশকে প্রথম সোনা এনে দেন তিনি। সেই ‘সীমান্ত’ পেরিয়ে সাঁতার থেকে বাংলাদেশকে দ্বিতীয় ও তৃতীয় সোনা জিতিয়েছেন মাহফুজা খাতুন শিলা। ‘কঠিন শিলা’র আগুন আপাতত থমকে দাঁড়িয়েছে। এবার জ্বলে উঠেছেন শাকিল আহমেদ।

শ্যুটিংয়ে ৫০ মিটার ফ্রি পিস্তলের শ্যুট-অফে শাকিলের সঙ্গে উঠেছিলন আনোয়ার হোসেন ও মহেন্দ্র কুমার। তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ের হাসিটা হেসেছেন বাংলাদেশি এই শ্যুটার। আর তাতে শাকিলের হাত ধরে এল বাংলাদেশের চতুর্থ সোনা। বুধবার ১৮৭.৬০ স্কোর করে সোনা জিতে নিয়েছেন সেনাবাহিনীর এই শ্যুটার।



মন্তব্য চালু নেই