শাকিব-পরীমণির ‘ধুমকেতু’
‘ধুমকেতু’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও পরীমণি। সোমবার রাজধানীর অদূরে পূবাইলে চিত্রনায়ক শাকিব খানের বাড়িতে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুনির রেজার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করছেন শফিক হাসান।
‘ধুমকেতু’ চলচ্চিত্রটির কাহিনী সর্ম্পকে পরিচালক বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্রটি নিমার্ণ করছি। মূলত গ্রামের বাড়ি যাওয়ার পথে আলীরাজের গাড়িটি সড়ক দূর্ঘটনায় পড়ে। গাড়িতে তার সঙ্গে ছিলেন অন্তঃসত্বা স্ত্রীও। তাই দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই জন্ম হয় পরীমণির। ঘটনাচক্রে কিশোর শাকিব ছোট্ট পরীমণিকে এই হাসপাতালেই দেখেন। এভাবেই কাহিনী এগিয়ে যাবে।’
‘ধুমকেতু’ চলচ্চিত্রটিতে শাকিব-পরিমণি ছাড়া আরও অভিনয় করছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি এবং আলীরাজ ।
চলচ্চিত্রটিতে একটি আইটেম গানসহ মোট সাতটি গান থাকছে। আহমেদ হুমায়ুনের সঙ্গীতায়োজনে গানগুলোতে কণ্ঠ দিবেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতীয় সংগীতশিল্পী জোজো।
উল্লেখ্য, মহরত অনুষ্ঠানের পরপরই ‘ধুমকেতু’র চিত্রধারণেরে কাজ শুরু হয়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে বলে জানান পরিচালক জানান।
মন্তব্য চালু নেই