শাকিব খানের উদারতার প্রশংসায় শিল্পীরা

দীর্ঘদিন যাবত ঢালিউডের শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বর্তমান সময়ের ঢাকার ছবির সবচেয়ে বড় তারকা শাকিব খান। শিল্পীদের মাঝেও তার জনপ্রিয়তা কম নয়। দুইবার নির্বাচনে দাড়িয়ে দুইবারই সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে।

তবে এবার শিল্পী সমিতির নির্বাচন করছেন না এই জনপ্রিয় নায়ক। দুই মাস আগেই এই ঘোষণা দিয়েছিলেন তিনি। গত মাসে কলকাতা গিয়েছিলেন ‘নবাব’ ছবির শুটিং করতে। তার আগেই এই ঘোষণা দিয়েছিলেন।

শুটিং থেকে ফিরেই শাকিব খান বললেন, পর পর দুইবার আমি সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছি। এবার অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত। মিশা সওদাগর ও ওমর সানী পদটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের দুজনকেই যোগ্য মনে হয়েছে। যিনি পাস করবেন, তার পাশে থাকতে চাই।

শাকিবের এবারের নির্বাচন না করায় শিল্পী সমিতির অনেকেই খুশি হয়েছেন। অনেকেই এটাকে শাকিবের ইতিবাচক দিক হিসেবে অভিহিত করে তার উদারতার প্রশংসা করছেন।



মন্তব্য চালু নেই