শাকিব-অপুকে নিয়ে ‘বাজিকর’

সফল জুটি শাকিব-অপুকে নিয়ে পরিচালক সাইফ চন্দন নিমার্ণ করতে যাচ্ছেন বাজিকর সিনেমা। সিনেমাটি প্রযোজনা করছেন ভার্সেটাইল মিডিয়া।

চলতি বছরের অক্টোবর থেকে বাজিকর সিনেমার কাজ শুরু হবে। অ্যাকশন ঘরনার এ সিনেমার শুটিং ভারতের রামুজি ফিল্ম সিটি, মালদ্বীপ ও থাইল্যান্ডে করার কথা রয়েছে। তবে নাম নিয়ে একটু দ্বিধা দ্বন্দ্ব রয়েছেন বলে জানিয়েছেন পরিচালক।

সাইফ চন্দন পরিচালিত কোনো সিনেমা মুক্তি না পেলেও সম্প্রতি ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া কয়েকটি সিনেমার কাজ প্রায় শেষের দিকে।

এদিকে শাকিব-অপু জুটির লাভ ম্যারেজ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেয়েছে। এ সিনেমাটি ব্যবসায়িকভাবে বেশ সফল হয়েছে। এ ছাড়া বদিউল আলম খোকনেন রাজা বাবু শিরোনামের সিনেমার শুটিং করছেন এ জুটি।



মন্তব্য চালু নেই