শাকিবকে দীঘির ‘না’

বাংলা চলচ্চিত্রের আলোচিত এবং জনপ্রিয় শিশুশিল্পী যদি বলা হয় তাহলে প্রথমেই চলে আসে দীঘির নাম। তিন তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই ক্ষুদে শিল্পী এবার শাকিব খানকে ‘না’ বলে দিলেন।

ঘটনাটি একটু খুলে বলা যাক, পিএ কাজল ‘অশিক্ষিত ছেলে’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এ ছবিতে শাকিব খানের বন্ধুর চরিত্রে অভিনয় করার জন্য দীঘিকে নিতে চেয়েছিলেন তিনি। এ বিষয়ে নির্মাতা দীঘির বাবার সঙ্গে কথাও বলেছেন।

কিন্তু দীঘি শাকিব খানের সঙ্গে এ ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন। সম্প্রতি দীঘি এ কথা জানান। শুধু দীঘি নয়, তার পরিবারের সবারই একমত। দীঘি বলেন, ‘আমার সামনে পরীক্ষা। আমি সেটা নিয়ে ব্যস্ত আছি। আর এভাবেই এখন চলচ্চিত্রে ফিরতে চাই না।’

শুধু শাকিব খান নয়, গত কয়েক মাসে বেশ কিছু ধারাবাহিক নাটক, চলচ্চিত্রের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন এই ক্ষুদে তারকা।

দীঘির পরিবারেরও ইচ্ছা দীঘি যদি আবার চলচ্চিত্রে ফেরে তবে সেটা ভালো করেই হোক।

আসছে নভেম্বরে শুরু হতে যাচ্ছে দীঘির বার্ষিক পরীক্ষা। সে পরীক্ষা নিয়েই এখন দীঘির যত ব্যস্ততা।



মন্তব্য চালু নেই