শাকিবকে ডেকে নিজের পাশে বসালেন কবরী

ঢালিউড ইন্ডাস্ট্রির কিংবদন্তী ‘মিষ্টি মেয়ে’ খ্যাত চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর সঙ্গে বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খানের অবশেষে বিএফডিসিতে দেখা হলো। এর আগে শাকিব খানের সঙ্গে তেমনভাবে দেখা বা কথা হয়নি কবরীর।

গত বৃহস্পতিবার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের স্মরণসভায় হঠাৎ দেখা হয়ে গেলো মিষ্টি মেয়ে কবরীর সঙ্গে।

স্মরণ সভা অনুষ্ঠানের শুরু হবার আগেই সভাস্থলে আসেন কালজয়ী অভিনেত্রী কবরী। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় ৩০ মিনিট পর হাজির হন ঢালিউড কিং শাকিব খান।

বিশেষ অতিথির আসনে দেরী করে আসার কারণে শাকিবকে বসতে হয় কবরীর এক আসন পর। বক্তব্য শেষে শাকিব যখন মঞ্চে ফিরেন তখন পরম মমতায় ছেলের মত শাকিবকে ডেকে তার নিজের পাশে বসান কবরী।

একই পাশে যখন দুই প্রজন্মে দুই উজ্জ্বল তারা সেই মুহূর্তে আলো ছড়িয়ে পড়েছিলো স্মরণ সভাস্থলে। এরপর দু’জনের মধ্যে চলে দীর্ঘক্ষণ কুশল বিনিময়। হাসিমুখে শুভেচ্ছা আদান-প্রদান করেন তারা। এরপর একে অন্যের ফোন নাম্বার আদান-প্রদান করেন তারা।

স্মরণ সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিচালক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন, বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, পরিচালক মশিহউদ্দিন শাকের প্রমুখ।



মন্তব্য চালু নেই