শাকিবকে ছাড়লেন অপু!
অপু বিশ্বাস বর্তমান বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানে থাকা এক নায়িকা। একের পর এক দিয়ে গেছেন দর্শকপ্রিয় ছবি। অপু বিশ্বাস শাকিব খান জুটি দর্শক প্রিয়তার শীর্ষে। শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়া যেন ছবি যায়না।
দীর্ঘ ৪৫দিন সিনেমা থেকে দুরে থাকার পর পর্দায় ফিরেন এই হার্টথ্রব নায়িকা। ফিরেই জানালেন এক চমক লাগানো কথা। তিনি জানান, শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিতে তিনি থাকছেন না। তবে এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন বাংলা ছবির কিং খান নামে পরিচিত শাকিব খান।
কি কারণে থাকবেন না সেটা জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘এই ছবিতে চরিত্রের প্রয়োজনে যে নতুনরূপে আসতে চেয়েছিলেন, অল্প সময়ের মধ্যে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারিনি। তাই ছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি’।
বিষয়টি নিয়ে বাংলা ছবির সুপার স্টার শাকিব খান কলকাতায় অবস্থান করার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, আগামী ৫ মে থেকে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ ছবির শুটিং শুরুর কথা। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু এমন কথাই ছিল। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তা আধারেই থেকে গেলো।
মন্তব্য চালু নেই