শহীদ-মীরাকে কারিনার উপহার!
চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে হয়ে গেল বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুরের। আর তার বিয়ে উপলক্ষে সবচেয়ে আলোচিত খবর ছিল শহীদের বিয়েতে প্রাক্তন প্রেমিকা কারিনার উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে। যদিও শেষ পর্যন্ত কারিনা হাজির হতে পারেননি, কিন্তু তারপরেও শহীদ মীরার জন্য শুভ কামনা জানিয়ে পাঠিয়েছেন উপহার।
জানা গেছে, গত ৭ জুলাই দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন অভিনেতা শহীদ কাপুর। সে অনুষ্ঠানে বন্ধু-বান্ধব বা বলিউডের কেউ উপস্থিত না থাকলেও গত ১২ জুলাই মুম্বাইয়ের পালাডিয়াম হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের সব তারকা অভিনেতা। সবাই ভেবেছিল সে অনুষ্ঠানে হাজির থাকবেন শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর। কিন্তু ব্লকবাস্টার ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর প্রচারণায় ব্যস্ত থাকায় অবশেষে হাজির হননি কারিনা। তবে শহীদ-মীরা দম্পতির জন্য পাঠিয়েছেন উপহার।
নিকট সূত্রের বরাত দিয়ে ভারতীয় মাধ্যম বলছে, শহীদ-মীরা দম্পতির জন্য কারিনা ও সাইফ আলী খান একটি ফুলের তোড়া এবং সুখের মুহূর্তগুলো লিপিবদ্ধ করতে একটি দিনলিপি পাঠিয়েছেন কারিনা।
মন্তব্য চালু নেই