শহীদের হাত ধরে এবার বলিউডেও মীরা!

দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করে চলতি বছরে আলোচিত হয়েছেন হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। বিয়ের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এবার পর্দায়ও অভিনয় করতে চলেছেন শহীদ স্ত্রী মীরা। এবার সেই গুঞ্জনই যেন সত্যি হতে চলেছে।

জানা গেছে, বিয়ের পর প্রথমবার হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর বিক্রমাদিত্যের নতুন ছবি ‘একে ভার্সেস এসকে’ ছবিতে অভিনয় করতে চুক্তিপত্রে সই করলেন। আর একই ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন তারই স্ত্রী মীরা রাজপুত।

‘একে ভার্সেস এসকে’ ছবির যে কোন একটি চরিত্রে শহিদ কাপুর অভিনয় করলেও তার স্ত্রী মীরা কি চরিত্রে অভিনয় করবেন, তা এখনো জানাননি নির্মাতা।

উল্লেখ্য, সম্প্রতি শহীদ কাপুর শ্যুটিং শেষ করেছেন তার আসন্ন ছবি ‘শান্দার’-এর। এ ছবিতে বলিউডে প্রথমবারের মত পা রেখেছেন তারই ছোট বোন সানা। শহীদ অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘শান্দার’ আসছে অক্টোবরের ২ তারিখে মুক্তির কথা রয়েছে। এই ছবিতে শুধু শহীদের বোন নয়, বরং তার বাবা পঙ্কজ কাপুরও অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন আলিয়া ভাট।



মন্তব্য চালু নেই