শহীদের ভাইয়ের সঙ্গে শ্রীদেবীর মেয়ে
শহীদ কাপুরের ভাই ইশান খাত্তার ও শ্রীদেবীর মেয়ে জানভি কাপুরের সিনেমায় পা রাখার কথা শোনা যাচ্ছে অনেকদিন ধরে। নতুন খবর হলো, প্রযোজক-পরিচালক করণ জোহর তাদের একসঙ্গে অভিনয়ের সুযোগ করে দিচ্ছেন।
২০১২ সালের রোমান্স-ড্রামা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সিক্যুয়ালের অভিনয়ের কথা ছিল ইশানের। এখন শোনা যাচ্ছে টাইগার শ্রফ বাগিয়ে নিয়েছেন সিনেমাটি। এরপর শোনা যায়, ইরানি নির্মাতা মজিদ মাজিদির সিনেমায় অভিনয় করবেন। সঙ্গে ছিল হলিউড সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার্স স্টার্স’-এর রিমেকে সাইফ আলী খানের মেয়ে সাবার সঙ্গে অভিনয়ের গুজব।
এদিকে একাধিক হিন্দি-তেলুগু সিনেমার সঙ্গে জড়িয়ে জানভির নাম শোনা গেলেও কোনোটিই আলোর মুখ দেখেনি।
সম্প্রতি মারাটি ব্লকবাস্টার ‘সাইরত’-এর রিমেক স্বত্ত্ব কিনেছেন করণ জোহর। ওই সিনেমায় দেখা যেতে পারে ইশান ও জানভিকে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বর্তমানে বলিউডের উপযোগী করে চিত্রনাট্য লেখা হচ্ছে। অভিনয়শিল্পী তালিকায় ইশান ও জানভিকে ভাবা হচ্ছে।
তবে এ বিষয়ে ইশান মুখ খুলতে রাজি হননি। তার মা নীলিমা আজমী জানান, এ ধরনের কিছু ঘটলে নির্মাতা নিজেই ঘটা করে জানাবেন।
মন্তব্য চালু নেই