শহীদের বিয়ে নিয়ে এবারে মুখ খুললেন শহীদের মা
বলিউড অভিনেতা শহীদ কাপুর অবশেষে আর কয়েকদিনের মধ্যেই মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। শহীদ কাপুরের বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনার পরে এবারে শহীদের বিয়ে ও হবু পুত্রবধূ মীরাকে নিয়ে মুখ খুললেন শহীদের মা নীলিমা আজিম।
ভারতের এক সময়ের দারুণ জনপ্রিয় অভিনেত্রী নীলিমা আজিম ছেলে শহীদের বিয়ে নিয়ে দারুণ উচ্ছ্বসিত। নীলিমা বলেন, আমি শহীদের জন্য অনেক খুশি। অবশেষে সে বিয়ে করতে যাচ্ছে। আর একটা কথা বলে রাখতে হবে শহীদের বিয়ের সিদ্ধান্ত শহীদেরই নেয়া। আমরা পরিবারের সবাই শুধু সবসময় তার পাশে থেকেছি। আমি মিরা ও শহীদের সুখি জীবন কামনা করি।
নীলিমার সঙ্গে মীরার ইতোমধ্যেই মুম্বাই ও দিল্লিতে একবার করে দেখা হয়েছে। মীরা খুবই মিষ্টি একটি মেয়ে বলেও জানান শহীদের মা।
উল্লেখ্য, আগামী ১০ জুন গ্রীসে শহীদ কাপুর ও মীরা রাজপুত বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
মন্তব্য চালু নেই