শহীদের কাছে মীরার অনুরোধ!
নতুন বিয়ে করলে স্ত্রীকে নিয়ে দূর দেশে হানিমুনে যাওয়ার রেওয়াজ থাকলেও বলিউড হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর বিয়ের পর স্ত্রীকে নিয়ে গেলেন সিনেমা হলে!
বিয়ের পর স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে প্রথমবার সিনেমা দেখতে জনসম্মুখে বের হলেন অভিনেতা শহীদ কাপুর। গত ২৫ জুলাই শনিবার স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মুম্বাইয়ের একটি থিয়েটারে গিয়ে দেখলেন এ সময়ের বলিউড সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলি’। থিয়েটারে যাওয়ার সময় গাড়িতে শহীদ—মীরাকে পিছনের সীটে বসে থাকতে দেখা গেছে।
জানা গেছে, তেলেগু-তামিল ভাষায় নির্মিত এস এস রাজামউলের সাড়া জাগানো ছবি ‘বাহুবলি’ দেখতে শহীদের কাছে আড়ি ধরেছিলেন সদ্যবিবাহিত স্ত্রী মীরা। অতঃপর স্ত্রীর অনুরোধ রক্ষা করতেই শনিবার সন্ধ্যায় সিনেমা হলে গিয়ে একসাথে ‘বাহুবলি’ উপভোগ করেন এই নবদম্পতি।
উল্লেখ্য, গত ৭ জুলাই দিল্লীর কলেজ পড়ুয়া মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শহীদ কাপুর। এরপর গত ১২ জুলাই মুম্বাইয়ের একটি হোটেলে আড়ম্বরপূর্ণ পরিবেশে বলিউড তারকাদের উপস্থিতিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপর থেকে এই দম্পতিকে জনসম্মুখে একসাথে দেখা যায়নি।
মন্তব্য চালু নেই