শহিদকে খুশি করতে মীরার বিশেষ পরিকল্পনা

সামনেই শহিদের জন্মদিন। প্ল্যান সেরে ফেললেন স্ত্রী মীরা রাজপুত। সাধারণত সেলেবদের পার্টি যেমন হয়ে থাকে, তার চেয়ে অনেকটাই আলাদা মীরার পার্টি। থিম, হেলথ অ্যান্ড ফিটনেস। কারণটা বোঝা খুব একটা অসুবিধে কি? না বোধহয়! শহিদ যে ফিটনেস-পাগল সেটা সকলেরই জানা। তাছাড়া এই মুহূর্তে আবার ‘পদ্মাবতী’র জন্য চেহারা তৈরি করছেন খেটেখুটে।

শোনা যাচ্ছে, শেষ দু’মাস শুধু সেটাই ছিল শাহিদের ধ্যানজ্ঞান। সেদিকে নজর রেখেই গতে বাঁধা কোনও পার্টি দিতে চাননি মীরা। স্যালাড, স্মুদি, গিল্ট-ফ্রি ডেজার্ট ইত্যাদি সুপারফুড থাকছে মেনুতে।-এবেলা



মন্তব্য চালু নেই