শরীয়তপুর রামভদ্রপুর স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
রাজিব হোসেন রাজন, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ভেদরগঞ্জ রামভদ্রপুর ইউনিয়নে বিপুল উৎসাহে রামভদ্রপুর রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোট গ্রহণ চলে। ওই বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল ৬৫০ জন, তার মধ্যে ৫২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৬ জন অভিভাবক প্রার্থীর মধ্যে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন।
এরা হলেন- মোঃ হযরত আলী ঢালী , প্রাপ্ত ভোট ৩৬৫, মোঃ দুলাল সরদার, প্রাপ্ত ভোট ২৫২, মোবারক সরদার, প্রাপ্ত ভোট ২৫১ এবং সালাউদ্দিন বেপারী, তার প্রাপ্ত ভোট ২৪৯টি।সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি আনোয়ারা বেগম।
এছাড়াও ২ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
এরা হলেন- বিষ্ণুপদ মল্লিক,মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাসিমা বেগম।
গঠনতন্ত্র অনুযায়ী সদস্য সচিব নির্বাচিত হন অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ভেদরগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল।সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সিএ অফিসার মোঃ বোরহান উদ্দিন, এ কে এম মোদাচ্ছের আহম্মেদ।
মন্তব্য চালু নেই