শরীয়তপুর ভেদরগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে শোক দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা উপলক্ষ্যে শোক দিবসে আলোচনা সভা, মিলাদ ও গণভোজের আয়োজন করেছে ভেদরগঞ্জ পৌরসভা ।

শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ পৌরসভা বুধবার বিকাল ৫টার দিকে ভেদরগঞ্জ ডাক বাংলার সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।,
ভেদরগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহাদাৎ হোসেন রাড়ী এর সভাপতিত্বে ও ভেদরগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল হাওলাদার এর আমন্ত্রনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান রাড়ী । এসময় প্রধান অতিথি’র বক্তব্যে বলেন,বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটুক্ত করে তাদের জিহ্বা কেটে ফেলা উচিৎ। আওয়ামীলীগ সরকার যতদিন থাকবে দেশের উন্নায়ন ততোদিনেই হবে। এ জন্য জনগন দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে বার বার ক্ষমতায় আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ জাব্বার রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ আজিজ কালু হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক শহীদ মুন্সি,নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মহিষার দিগম্বরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহে আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন হিরু ।
আরও উপস্থিত ছিলেনও,৬ নং ওয়ার্ড কাউন্সিলার মো. কাশেম খান,৩ নং ওয়ার্ড কাউন্সিলার মাহবুবুর রহমান সেলিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলার আবুল খান, ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলার শারমিন জাহান হেনা,৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলার জিন্নাত রেহানা (সাধনা), বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী শাহজাহান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. ফারুক আলম রাড়ী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আপেল মাহমুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, শ্রমিক লীগ অঙ্গসংগঠন এর সকল নেতা কর্মী ও সর্বস্থরের জনগন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই