শরীয়তপুর জেড.এইচ.সিকদার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র্যালী
শরীয়তপুর প্রতিনিধি- শরীয়তপুর জেলার অর্ন্তগত কার্তিকপুরে জেড.এইচ.সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে মানব বন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১.০০ টা থেকে বেলা ১২.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চত্তর হতে মহা সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. এমরান পারভেজ খান। ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর নুরুল করিম নাসিম ভারপ্রাপ্ত প্রোকটর ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান আনিসুল ইসলাম সজিব।
সহকারী রেজিস্ট্রার খন্দকার তাহমিনা এলিন, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারেজ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, প্রফেসর, প্রভাষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এ মানব বন্ধন ও র্যালীতে অংশ গ্রহণ করেন।
মন্তব্য চালু নেই