শরীয়তপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলন মানববন্ধন করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহসিন রেজা’র সভাপত্বিতে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলনের শরীয়তপুর জেলার সভাপতি সাংবাদিক রাজিব হোসেন রাজন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. মুরাদ হোসেন মুন্সি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলনের মাদারীপুর জেলার সভাপতি ও ডেইলি ইনডিপেন্ট এর জেলা প্রতিনিধি প্রফেসার এম এ আকবর ( খোকন)।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলনের শরীয়তপুর জেলার যুগ্নসাধারন সম্পাদক মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান সিহাব, সহ-প্রচার সম্পাদক মোঃ সালমান হোসেন সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোঃ সবুজ, কার্যনির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, কার্যনির্বাহী সম্পাদক মোঃ জামাল, সাংবাদিক সোহাগ খান সুজন প্রমুখ।
মন্তব্য চালু নেই