শরীয়তপুরে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে দুস্থ ও গরিব পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর নুরুল করিম নাসিম, আইন বিভাগের চেয়ারম্যান ড. ইমরান পারভেজ খান, ব্যবসায় প্রশাসনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সজিব।
এছাড়া উপস্থিত ছিলেন- সিভিল বিভাগের চেয়ারম্যান আশরাফুজ্জামান আশরাফ, কেমিক্যাল বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারেজ, মোঃ ইমরান খান।
আরো উপস্থিত ছিলেন- সিভিল বিভাগের নাজমুল আহসান, বিবিএ বিভাগের রাজিব হোসেন রাজন, সিফাত মিথু, শাখাওয়াত হোসেন ও শুভ দাস বিশ্বজিৎ দাস, বি এম তারেক প্রমুখ।
মন্তব্য চালু নেই