শরীর দেখালে ৮ কোটি টাকা
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় থাকতে পছন্দ করেন সেলিব্রিটিরা। ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া ও ভক্তদের দ্রুত নজর কাড়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করাটাকেই পদ্ধতি হিসেবে বেছে নিচ্ছেন অনেক সেলিব্রিটি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রিয় মার্কিন মডেল তারা রিড নতুন বছরে তার বেশ কিছু খোলামেলা ছবি ইন্সটাগ্রামে আপলোড করেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস’। তারার এই ‘নিউ ইয়ার’ অভিনন্দন জানানোর ধরনটা অনেকে উপভোগ করেন, আবার অনেকে তীব্র সমালোচনাও করেন। তবে লাভ হয়েছে তারারই।
জানা গেছে, তারার আপলোড করা ছবিগুলো দেখে মুগ্ধ একটি পর্নোসাইট। সাইটটি কাজ করতে চায় তারার সঙ্গে। তাই দেরি না করে অফারও পাঠিয়ে দিয়েছে এই সুপার মডেলের কাছে। একটি পর্নো সিনেমায় কাজ করার জন্য সাইটটি তারা রিডকে ৮ কোটি টাকার অফার দিয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই