শরীর দেখাতে আপত্তি নেই রাখির

বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। নানা বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনামে আসেন তিনি। এবার আবারও খবরের শিরোনাম হলেন বিতর্কিত মন্তব্যের কারণেই।

সম্প্রতি রাখি তার আপকামিং মুম্বাই ক্যান ডান্স সালা সিনেমার প্রচারে কলকাতায় যান। সেখানে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, অভিনয়ের প্রয়োজনে তিনি শরীর দেখাতেও রাজি।

রাখি বলেন, ‘নিজের কৃতিত্বের জোরেই আজ আমি এখানে পৌঁছেছি। আমি নিজেকে গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাই না। অভিনয়ের প্রয়োজনে আমি শরীর দেখাতেও প্রস্তুত।’

মুম্বাই ক্যান ডান্স সালা সিনেমাটি পরিচালনা করেছেন শচীন্দ্র শর্মা। এই সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাখিকে। ২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

উল্লেখ্য, এই সিনেমার মিউজিক লঞ্চের দিন ছবির পরিচালককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন রাখির এক বান্ধবী মনীষা কুমারী। তার অভিযোগ, শচীন্দ্র শর্মা তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। মনীষার এই অভিযোগ সমর্থন করেছিলেন রাখিও।



মন্তব্য চালু নেই