শরীরে ২০ হাজার মৌমাছি চান ফাতানি
আপনি কী কখনও ২০ হাজার মৌমাছি জোগাড় করতে পারবেন? ধরেই নিলাম পারলেন। তারপর সেগুলোকে কী নিজের শরীরে বসতে দেবেন?
সহজ করে বললে দেবেন না। কিন্তু সৌদি আরবের একজন মৌমাছি সংগ্রাহক এমনটিই করছেন, যার মাধ্যমে তিনি বিশ্বরেকর্ড গড়তে চান।
যোহাইর ফাতানি নামের এই ব্যক্তি ৩০ বছরেরও বেশি সময় ধরে মৌমাছি সংগ্রহ করছেন।
তার দাবি, মৌমাছির হুল থেকে রেহাই পাওয়ার কিছু কৌশল আয়ত্ত করেছেন তিনি। আর তা হল, নিজের চেহারায় রানী মৌমাছি বসিয়ে রেখে তিনি অন্য মৌমাছিকে আকৃষ্ট করেন। ফলে মৌমাছিরা এসে শরীরে বসলেও তাকে হুল ফুটায় না।
সম্প্রতি মুখমণ্ডলে মৌমাছিসহ দুটি ছবি প্রকাশ পেলে ফাতানির এ শখের কথা জানা যায়।
ফাতানি জানান, নতুন এক বিশ্বরেকর্ড গড়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।
তিন দশক আগে তিনি শখের বশে মৌ চাষ শুরু করেন। তার তিনটি মধু খামার রয়েছে, যার মধ্যে একটি হল, বহনযোগ্য মৌমাছি নিবাস, যাতে বিভিন্ন ধরনের ১২ হাজার মৌচাক রয়েছে।
মধু উৎপাদনের মৌমাছিগুলো বিভিন্ন ধরনের ফুলের পরাগ এবং মধু পান করে থাকে। এই ফুলগুলো বিভিন্ন ঋতুতে ফুটে থাকে বলে জানান ফাতানি।
তিনি আরও বলেন, মধু উৎপন্ন হওয়ার ঋতুতে শ্রমিক মৌমাছির জীবনচক্রের মেয়াদ হয়ে থাকে মাত্র ছয় সপ্তাহ। অন্যদিকে রানী মৌমাছি গড়ে ছয় বছর বেঁচে থাকে।
মন্তব্য চালু নেই