শরীরের যেখানে ট্যাটু করলেন সোনাক্ষী!
বলিউডে সাজ সাজেশনে ‘রি-এন্ট্রি’ নিয়েছে ট্যাটু। আগে যে সব সেলেব ট্যাটু করিয়েছেন তাঁরাও কোমর বেঁধে ফের মাঠে নেমেছেন সোনাক্ষী। তালিকায় ফার্স্ট বেঞ্চার সোনাক্ষী সিনহা। পায়ে নতুন করে ট্যাটু করেছেন তিনি। আর সেই ছবি নিজেই শেয়ার করেছেন নায়িকা।
আপাতত বুদাপেস্টে ‘ফোর্স ২’-এর শুটিংয়ে ব্যস্ত সোনাক্ষী। সেখানেই একটি স্থানীয় পার্লারে নতুন ট্যাটু করিয়েছেন। আসলে পায়ের দিকে বরাবরই বিশেষ নজর দেন শত্রুঘ্ন-কন্যা। মনে করেন, পায়ের সাজ পারফেক্ট না হলে গোটা গেটআপটাই ভেস্তে যায়। অ্যাঙ্কলেট পরতেও ভালবাসেন। তাই নতুন ট্যাটুতে পায়ে গয়না পরে সেজেছেন। আগের ট্যাটুর থেকেও এটা বেশি মনে ধরেছে তাঁর। তবে ভক্তদের তিনি সাবধান করে দিয়েছেন, যে কোনও জায়গা থেকে ট্যাটু না করানোই ভাল। খরচসাপেক্ষ হলেও ভাল জায়গা দেখেই শরীরে ট্যাটু করান।
মন্তব্য চালু নেই