শবে বরাতে মানবজাতির কল্যাণ কামনা খালেদা জিয়ার

পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন।

তিনি বলেন, ‘আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে কাজ করে যাব—এ মহান রাতে এটাই হোক আল্লাহ তা’আলার কাছে আমাদের প্রার্থনা।’

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষারিত এক বার্তায় শনিবার এ সব কথা বলেন খালেদা জিয়া।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘হিজরি সালের অষ্টম মাস হলো শাবান। এ মাসটি বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ। এ শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে শবে বরাত অর্থাৎ বরকতময় রজনী হিসেবে মুসলমানরা বিশেষ মর্যাদাদান করেন। বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এ পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। সকল অকল্যাণ ও অপবিত্রতা থেকে মুক্তি পাবার লক্ষ্যে এবং মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ লাভের আশায় বান্দারা মোনাজাত করেন।’

‘এ রাতে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর প্রিয় বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, আর অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহদান করেন। তাই শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক আমি এই মোনাজাত করি,’ বলেন তিনি।

পবিত্র শবে বরাতের এ রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন বিএনপি প্রধান।

অপর এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই এবং তাদের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করছি।’



মন্তব্য চালু নেই