শবে বরাতের মর্যাদা অন্য রাতের চেয়ে অনন্য
শবে বরাত কেন গুরুত্বপূর্ণ বা বছরের অন্যান্য রাতের সঙ্গে এ রাতের পার্থক্য কী? তা হাদিস দ্বারাই নির্ধারণ হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে অবহিত হয়েছেন। এবং রাতভর নফল নামাজ, কুরআন তিলওয়াত, তাওবা-ইস্তিগফার ও জিকির-আজকারের দিক-নির্দেশনা দিয়েছেন। এগুলো ছাড়াও অন্যান্য রাতের সঙ্গে এ রাতের একটা বিশেষ পার্থক্য রয়েছে। এ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, যা তুলে ধরা হলো-
হাদিসে এসেছে-
অন্যান্য রাতে আল্লাহ তাআলা দ্বিপ্রহরের পর অর্থাৎ শেষ রাতে বান্দাকে ক্ষমা করার জন্য, বিপদমুক্ত করার জন্য এবং হালাল রিযিক দেয়ার জন্য দুনিয়ার আকাশে এসে আহ্বান করতে থাকনে।
আর এই (বরাতের) রাতে আল্লাহ তাআলা প্রথম প্রহর থেকেই বান্দাকে ক্ষমা করার জন্য, বিপদাপদমুক্ত করার জন্য, হালাল রিযিক দানসহ তাঁর নিকট সকল অভাব, অভিযোগ, অনুযোগ ও সাহায্য লাভ করার দুনিয়ার আসমানে এসে আহ্বান জানাতে থাকেন।
সুতরাং চাওয়ার রাত ও পাওয়ার রাত এ শবে বরাতে আল্লাহর কাছে প্রথম প্রহর থেকেই তাওবা-ইস্তিগফারের মাধ্যমে গোনাহ মাফ ও কল্যাণ লাভ করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।
মন্তব্য চালু নেই