শফিক রেহমানের বাসার সামনের পুলিশ প্রত্যাহার

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানের বাসার সামনে পুলিশ মোতায়েন করে ছয় ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সকাল আটটা থেকে ইস্কাটনের ১৫ নম্বর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়।

শফিক রেহমান জানান, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আমার বাসা সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়া আসার কথা ছিল। এজন্য এখানে পুলিশ মোতায়েন করা হয়েছিলো। তবে সকালে আমি তাদের জানিয়েছি বেগম জিয়া এখানে আসছেন না। তবুও পুলিশ এখান থেকে যায়নি।

এ ব্যাপারে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এএসআই লিয়াকত জানান, আমরা উপরের নির্দেশে এসেছি।

তবে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, সকাল আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে ৮ জন পুলিশ মোতায়েন করা হয়। খালেদা জিয়া সেখানে যাওয়ার কথা ছিলো তাই পুলিশ মোতায়েন করা হয়।



মন্তব্য চালু নেই