শফিউল হত্যার ‘মূল পরিকল্পনাকারী আটক’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম হত্যার ‘মূল পরিকল্পনাকারী’সহ ৬ জনকে আটকের দাবি করেছে র‌্যাব। রাজধানী এবং রাজশাহীর বিভিন্ন স্থান থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক রুম্মন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- রাজশাহী কাটাখালী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক, যুবদল নেতা পিন্টু, কালু, বাবু, মামুন ও সবুজ।

এদের মধ্যে যুবদল নেতা আরিফুল ইসলাম মানিকের পরিকল্পনা ও নেতৃত্বে রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করা হয়। আর বাকিরা ছিল সহযোগী। এমনটাই দাবি র‌্যাবের।

বিকেলে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রুম্মন মাহমুদ।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যার ঘটনায় পরদিন ১৬ নভেম্বর রাবি রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই