শপথ গ্রহণ করলেন মাগুরার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

মাগুরা প্রতিনিধি : শপথ নিলেন গত ৩১ মার্চ নির্বাচনে জয়ী মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। বুধবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ শপথ গ্রহণ অনুষ্ঠান। বেলা ১২টায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কামরুল লাইলা জলি। পরে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলীসহ অন্যারা। এ সময় বক্তারা নিজ নিজ এলাকার উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখতে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। পরে বেলা ১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ। তাদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম।



মন্তব্য চালু নেই