শনিবার ‘হতাশার’ ম্যাচ মিরাজদের

শনিবার মিরপুরে যুব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামছে যুবারা।যে ম্যাচটা খেলতে চায়নি বাংলাদেশ।কিন্তু বৃহস্পতিবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ। বাস্তবতা মেনে তাই খেলতে হচ্ছে তৃতীয় স্থানের জন্য। মিরাজ বাহিনীর জন্য এ যে ‘হতাশার’ ম্যাচ।

কারণ বাংলাদেশ ক্রিকেট এখন সেই উচ্চতায় পৌঁছে গেছে ,যেখানে তৃতীয় স্থান তেমন কোন বড় অর্জনের মধ্যে পড়ে না। তাই সকালে এক রাশ আফসোস নিয়েই মাঠে নামতে হচ্ছে যুবাদের।

কালকের ম্যাচ নিয়ে সঙ্গতকারণেই কোন আলোচনা নেই। এখনও আলোচনা চলছে বৃহস্পতিবারের সেমিফাইনাল নিয়ে। কী কারণে হারতে হলো? কেন টসে জিতে আগে ব্যাটিং নেওয়া হলো? কেন বারবার ব্যর্থ হবেন ওপেনিং জুঁটি? ইত্যিাদি…।

স্বপ্ন ভেঙ্গে যাওয়ার বেদনা অনেক। মিরাজ বাহিনীকে সেই বেদনা দংশন করছে এখন। কিন্তু তাই বলে তো আর বসে থাকলে চলবে না। হতাশা পিছন ফেলে সামনে এগুতে চায় বাংলাদেশ। কালকের ম্যাচটা তাই হতাশা ঝেড়ে ফেলে সামনের দিকে এগুনোর।



মন্তব্য চালু নেই