শনিবার জামায়াতের ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ দলটির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৩১ অক্টোবর শনিবার দেশব্যাপী ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভের ডাক দিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে নিবন্ধন হারানো এ দলটি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।’
তিনি বলেন, ‘সরকার দেশে একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য এ সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করছে। সরকার মুজাহিদকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে মামলা দায়ের করেছে।
মুজাহিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ তিনি সম্পূর্ণ নির্দোষ। একজন নির্দোষ নেতাকে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণেই সরকার ফাঁসি দিয়ে হত্যার চক্রান্ত করছে।’
তিনি বলেন, ‘মুজাহিদ একজন সৎ ও নির্ভীক ইসলামী ব্যক্তিত্ব এবং জাতীয় নেতা। তাকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের কুৎসিত ফ্যাসিবাদী চরিত্রই প্রকাশিত হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং দেশি-বিদেশি বিভিন্ন মহল তার মুক্তির দাবি জানানো সত্ত্বেও সরকার তাকে হত্যার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’
সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসী, জাতিসংঘসহ সকল শান্তিকামী রাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে শনিবারের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানান।
মন্তব্য চালু নেই