শততম টেস্ট খেলবেন যে টাইগাররা, দেখে নিন একাদশ

শুধু মাহমুদউল্লাহ রিয়াদই নন, শততম টেস্টের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হকও। টিম ম্যানেজমেন্ট সূত্র্রে এই খবর নিশ্চিত হয়েছে।

এই দু’জনের পরিবর্তে কারা খেলবেন সেটাও ভেবে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। রিয়াদের জায়গায় খেলবেন সাব্বির রহমান রুম্মান।

অন্যদিকে, মুমিনুলের জায়গায় অভিষেক হয়ে যাবে মোসাদ্দেক হোসেন সৈকতের। এর আগেই ওয়ানডে আর টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেছে তাঁর। দুই ফরম্যাট মিলে ১২ টি ম্যাচ খেলে ২২৮ রান করেন তিনি।

টেস্টে বাংলাদেশের ইতিহাসেরই সবচেয়ে ধারাবাহীক ব্যাটসম্যানদের একজন মুমিনুল হক। ২২ টেস্ট খেলে চার সেঞ্চুরি আর ২২ হাফ সেঞ্চুরিসহ তিনি করেন ১৬৮৮ রান।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলে মুমিনুল করেছিলেন এক হাফ সেঞ্চুরিসহ ৯৭ রান। পাজরের ব্যাথায় ছিলেন না ক্রাইস্টচার্চ টেস্টে। হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলে করেন ৩৯ রান।

শ্রীলঙ্কায় এসে প্রস্তুতি ম্যাচেই ৭৫ রান করেন। কিন্তু, ব্যর্থ হন গল টেস্টে। দুই টেস্টেই দুই অংকের ঘরে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এবার দল থেকেই ছিটকে যাচ্ছেন তিনি।

কলম্বোর পিচে বাড়তি সহায়তা পাওয়ার কথা স্পিনারদের। সেক্ষেত্রে বাড়তি স্পিনার হিসেবে খেলতে পারেন তাইজুল ইসলাম। সেটা হলে বাদ পড়বেন পেসার শুভাশীষ রায়।

কলম্বো টেস্টের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়/তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।



মন্তব্য চালু নেই