শট বল নিয়ে চিন্তিত টাইগাররা

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বড় ভয় শর্ট বল। বাউন্সি উইকেটে শট বলে উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর অনুশীলন করছে টাইগাররা। সত্যি বলতে, শট বলকে কঠিন চ্যালেঞ্জ মেনেই বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে।

অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট নিয়ে জাতীয় দলের তরুণ ক্রিকেটার সৌম্য সরকারও বেশ চিন্তিত। শর্ট বলের অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন তিনি। মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন,‘ক্রিকেট বল ছাড়াও টেনিস এবং প্লাস্টিকের বল দিয়ে শর্ট বল অনুশীলন করছি।’

বিশ্বকাপে দলের সব ক্রিকেটারের চেয়ে আপনার অভিজ্ঞতা কম? আলাদা কী পরিকল্পনা করছেন? এ প্রশ্নের জবাবে নিজের ব্যাটিং নিয়ে পরিকল্পনা নিয়ে সৌম্য বলেন, ‘আমার ব্যাটিংয়ে ওইরকম কিছু পরিবর্তন করিনি। যেহেতু ক্রিকেটের সব নিয়মকানুন একই। বিশ্বকাপে শুধু উইকেটটা একটু ভিন্ন হবে। আমার মনে হয়, নিজের ব্যাসিক ভালো হলে অবশ্যই ভাল কিছু হবে।’

এছাড়া জাতীয় দলের তরুণ এই ক্রিকেটার বলেন,‘আসলে বলের গতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি চেস্টা করছি, অনুশীলনের মাধ্যমে এটা কাভার করতে। বোলারদের ছাড়াও বোলিং মেশিনেও আমি অনুশীলন করছি পেস বোলিংয়ের বিপরীতে ব্যাটিং করার জন্য।’

মূলতঃ ব্যাটসম্যান হিসেবেই দলে যায়গা পেয়েছেন। তাই বোলিংয়ে প্রস্তুতিটা কেমন জানতে চাইলে সৌম্য সরকার বলেন, ‘আসলে যখন আমি ব্যাট হাতে নেই তখন আমি নিজেকে ব্যাটসম্যান মনে করি। যখন বল হাতে নেই তখন আমি বোলার। যখন যেভাবে আমি সুযোগ পাব, চেষ্টা করব দলের জন্য ভাল কিছু করার।’

২০১২ যুব বিশ্বকাপে আপনি দলে ছিলেন এবং সেবার ভাল ক্রিকেট খেলেছিলেন। সেই অভিজ্ঞতা বিশ্বকাপে কতটুকু কাজে লাগবে? জবাবে তিনি বলেন, ‘অবশ্যই সে অভিজ্ঞতা কাজে লাগবে, অবশ্য সেটা ছিল যুব বিশ্বকাপ, আর এটা বড়দের বিশ্বকাপ। চেষ্টা করব উইকেট এবং আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে।’

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শর্ট বলে আউট হয়েছিলেন। শর্ট বলটা আপনাকে ভোগাচ্ছে কিনা, ‘শর্ট বল নিয়ে আমি এরই মধ্যে অনুশীলন শুরু করেছি। বাকি সময়গুলোতেও আমি শর্ট বলগুলো অনুশীলন করার চেষ্টা করবো। অস্ট্রেলিয়াতে আমরা আগে যাচ্ছি, সেখানেও অনুশীলন করবো।’

বোলিং কোচ হিথ স্ট্রিক কোন বিষয়গুলো নিয়ে কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বলে যেহেতু বেশি পেস নাই। জায়গা মতো বল করতে হবে। কিংবা স্লোয়ারটা ঠিকমতো দিতে পারলে ভাল হবে, এসব নিয়ে তিনি কথা বলেছেন।’



মন্তব্য চালু নেই