শচীনকে টপকে গেলেন কোহলি

ধর্মশালায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ওয়েডে ম্যাচে ১১৪ বলে ১২৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়া এই তারকা ব্যাটসম্যান দীর্ঘদিন পর রানের খরা কাটিয়ে স্বমহিমায় আবারও ফিরে এলেন। একই সঙ্গে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ২০ সেঞ্চুরির নজির গড়লেন তিনি।
১৪১ ম্যাচে ১৩৩টি ইনিংস খেলে এই রেকর্ড করলেন তিনি। কোহলির ঠিক পরই রয়েছেন শচীন টেন্ডুলকার। একশ সেঞ্চিুরির মালিক লিটল মাস্টারের ২০টি সেঞ্চুরি করতে ১৯৭টি ইনিংস খেলতে হয়েছিল।
শচীনের পরই রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এই কীর্তি গড়তে তার লেগেছিল ২১৪টি ইনিংস। যথক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস (২১৭) এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২২৬)।
পাশাপাশি ধর্মশালায় সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির (ওয়নডে) মালিকদের তালিকায় তিন নম্বরে চলে এলেন ২৬ বছর বয়সী কোহলি। শীর্ষে রয়েছেন টেন্ডুলকার। তার ঝুলিতে রয়েছে ৪৯টি সেঞ্চুরি। দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ। তার সংগ্রহ ২২টি সেঞ্চুরি। আর দুটি করলে সৌরভকে ছুঁবেন কোহিলি আর তিনটি করলে শচীনের পরের স্থানেই চলে আসবেন তিনি।



মন্তব্য চালু নেই