শখের কবুতর বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

রাজশাহী নগরীর কেশবপুর এলাকার রহিদ ইসলাম (১৮)। অনেকদিন থেকেই শখ বাড়িতে কবুতর পোষা। সেই শখের কবুতরকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নদীতে ডুবে প্রাণ দিতে হলো তাকে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় দমকল বাহিনীর সদস্যরা রহিদের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে। রহিদ ইসলাম ওই এলাকার কামরুজ্জামানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রহিদ ইসলাম কবুতর পালতো। বৃহস্পতিবার বিকেলে তার একটি কুবতরকে বাজ পাখিতে আক্রমণ করে। এ সময় আহত কবুতরটি পদ্মা নদীতে পড়ে যায়। কবুতরটিকে বাঁচাতে নদীতে নামে রহিদ। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়।

পরিবারের অন্য সদস্যসহ এলাকাবাসী নদীতে অনেক খোঁজ করেও তাকে উদ্ধার করতে না পেরে দমকল বাহিনীকে খবর দেয়। পরে দমকল বিভাগ রাজশাহী সদর দপ্তর স্টেশনের অফিসার ওমর ফারুকের নেতৃত্বে একটি ডুবুরী দল রহিদ ইসলামের লাশ উদ্ধার করে।

রহিদের এমন করুণ মৃত্যুতে এলাকায় ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য চালু নেই