শক্ত অবস্থানে বাংলাদেশের টাকা

মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো ও ইউএই দিরহাম সহ বেশ ক’টি দেশের মুদ্রার বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশের টাকা। গত পাঁচ বছরে কেবল মার্কিন ডলারের বিপরীতেই টাকার মান বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ টাকা। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স আর রপ্তানী আয় বাড়ায় টাকার এই মান উন্নয়ন।

বিশ্ব জুড়ে চলমান অর্থনৈতিক মন্দা আর ব্রেক্সিটের কারণে ডলারের বিপরীতে পৃথিবীর অনেক দেশের মুদ্রা মান হারিয়েছে। তবে বাংলাদেশের মুদ্রা বাজারে এর তেমন প্রভাব পড়েনি বরং টাকার মান আরও শক্তিশালী হয়েছে।

২০১২ সালে এক ডলার কিনতে প্রয়োজন হতো ৮৫ টাকা। বর্তমান লাগছে ৭৯ টাকা ৮৫ পয়সা। গত দুই বছর ধরে এই মান স্থিতিশীল রয়েছে।

মান হারিয়েছে যেসব দেশের মুদ্রা ওই তালিকা মার্কিন ডলার ছাড়াও রয়েছে ব্রিটিশ পাউন্ড, ইউরো, সিঙ্গাপুর ডলার, অস্ট্রেলিয়ান ডলার, মালেয়শিয়ান রিঙ্গিত, সৌদি রিয়েল ও কুয়েতি দিনার।

অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাকখাতসহ রপ্তানী বাণিজ্যে প্রবৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান ও তেলের দাম স্থিতিশীল থাকায় ডলারের বিপরীতে বাংলাদেশের টাকা শক্ত অবস্থানে আছে।

বাজারে ডলারের যেনো কোন সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে গত অর্থবছরে ২শ’ ১৬ কোটি ডলার কিনে রেখেছে বাংলাদেশ ব্যাংক।



মন্তব্য চালু নেই