শক্তের ভক্ত নরমের যম

অ্যাকশন কন্যা রূপে রূপালী পর্দায় হাজির হচ্ছেন সোনাক্ষী। শোনা যাচ্ছে, পরের ছবির জন্য রীতিমতো মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন ২৭ বছর বয়সী এ নায়িকা। ছবিটি নাকি পুরোপুরি অ্যাকশন নির্ভর। কথায় বলে, শক্তের ভক্ত নরমের যম। ছবিতে নরম ও শক্ত- দুই রূপেই দর্শকের সামন আসবেন ‘দাবাং’ নায়িকা। নারী কেন্দ্রিক এ ছবির ফাইট ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অনল আরাশু।

অ্যাকশন নির্ভর প্রায় সকল ছবিতেই সফল ফাইট ডিরেক্টর অনল আরাশু। শুধু নায়ক কিংবা ভিলেন নয়- নায়িকাসহ প্রায় সকল অভিনয়শিল্পীই অ্যকশন দৃশ্যে সাবলীল থাকেন তার হাত ধরে। মরণপণ স্ট্যান্টবাজি থাকার কারনেই অনল আরশুর ফাইট ডিরেকশনে সকল ছবি দর্শকপ্রিয়তা পায়।

তবে কি পরবর্তী ছবিতে নতুন রূপে হাজির হচ্ছেন সোনাক্ষী? পানপাতার মত ডৌল, স্বলজ্জ আনত মুখ, মাজা গায়ের রঙ, কিঞ্চিৎ মেদে বাড়তি সৌন্দর্য আর উপমহাদেশীয় দেহসৌষ্ঠব- এমন উপমায় সজ্জিত সোনাক্ষী হেভী অ্যকশন ছবিতে নিজের ক্যারিয়ারের বাড়তি মাত্রা যোগ করতে চাইছেন?

ক্যারিয়ারের শুরু থেকেই নায়ক নির্ভর ছবির শো গার্ল হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন সোনাক্ষী সিনহা। ২০১০ সালের ‘দাবাং’ থেকে শুরু করে ২০১৫ সালের ‘তেভার’- শত্রুঘœ তনয়ার ঝুলিতে বেশ কিছু ব্যবসা সফল ছবি। তবে কমেডি, খুল্লাম খুল্ল, গ্ল্যামার, আবেদন কিংবা অভিনয়ে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ তিনি।

বর্তমানে নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি সোনাক্ষী। দেখা যাচ্ছেনা অনুষ্ঠান কিংবা পার্টিতে। হয়তো তাই শোনা যাচ্ছে, শুটিং শুরু হওয়ার আগেই একমনে নিজেকে অ্যাকশন কন্যা গড়ে তুলতে চাইছেন তিনি। আর গুরু হিসেবে অনল আরশু তো আছেনই।



মন্তব্য চালু নেই