‘শক্তিশালী নির্বাচন কমিশন হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব’

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির কাছে ১১ দফা প্রস্তাব ও ৫ টি সুপারিশ করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ।

রাষ্ট্রপতির আমন্ত্রণে সোমবার বিকেল সাড়ে ৩টায় দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ১১ সদস্যর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে যায়।

বঙ্গভবন থেকে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের জেবেল রহমান গাণি বলেন, শুধু শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এ বিষয়টি আমরা রাষ্ট্রপতিকে বলে এসেছি।

ন্যাপের পতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান মনির এনায়েত মল্লিক, মো. ফারহানুল হক, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মো. নুরুল আমীন চৌধুরী, সম্পাদক শহীদুননবী ডাবলু ও মো. কামাল ভূঁইয়া।



মন্তব্য চালু নেই