লড়াই করেও হারলো জিম্বাবুয়ে
নিজেদের শততম টেস্টে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গেলো জিম্বাবুয়ে। ম্যাচের শেষ দিনে দারুণ বোলিংয়ে ২২৫ রানের বড় জয় নিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।
শেষ দিনে শ্রীলঙ্কার দেওয়া ৪১১ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। প্রথম ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৬৮ রান। কিন্তু এরপরই ছন্দপতন। স্কোরবোর্ডে আর ৩২ রান যোগ করতেই ফিরে যায় পাঁচ ব্যাটসম্যান।
সপ্তম উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে ১৯.৪ ওভার স্থায়ী ৩৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ক্রেমার। চা-বিরতির পর প্রথম ওভারে উইলিয়ামসকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে জয়ের কাছে নিয়ে যান বাঁহাতি স্পিনার হেরাথ। পরে ডোনাল্ড টিরিপানোকেও ফেরান তিনি।
নবম উইকেটে আবারো প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। অধিনায়কের সঙ্গে ১৯.১ ওভার স্থায়ী জুটিতে কার্ল মামবা ম্যাচ ড্রয়ের আশা জাগান। কিন্তু শেষরক্ষা হয়নি। দিনের আর সাত ওভার বাকি থাকতে অহেতুক হেরাথের ওপর চড়াও হতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন ক্রেমার।
মন্তব্য চালু নেই