লোহাগড়ায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার সকালে লোহাগাড়া থানার বাসস্ট্যান্ড এলাকায় ইউছুফ অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জামাল উদ্দিন (৬৭), মান্নান (২০), এনামুল হক (২৮), নুরুল আলম (৩৭), নুরুল কবির (৩৭), মনজু বেগম (৫০), রবিন (১৮), মীনা কলি (১৮), মিনহাজুর রহমান (২২), বিমল দে (৪০) ও রাশেদা বেগম (৫৫)।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, বুধবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সমর্থকরা সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষের লোকজনই ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোহাগাড়া থানার উপ পরিদর্শক আবদুল জলিল ঘটনার সত্যতা শিকার করেছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।



মন্তব্য চালু নেই