লোকসানে আজিজ পাইপস
মঙ্গলবারের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে আজিজ পাইপসের শেয়ারের। এ দিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮.০৬ শতাংশ। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার আজিজ পাইপসের সমাপনী মূল্য ছিল ৩৬ টাকা। মঙ্গলবারের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩৩.১ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ৩৩ টাকা থেকে ৩৬.৭ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— লিব্রা ইনফিউশন্সের ৭.৭০ শতাংশ, জেমিনি সী ফুডের ৭.৪৬ শতাংশ, কাশেম ড্রাইসেলের ৬.৭১ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.৯৫ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৪১ শতাংশ, এপেক্স স্পিনিং এর ৪.৫৯ শতাংশ, ইষ্টার্ন লুব্রিকেন্টের ৩.৯৪ শতাংশ, বিএটিবিসি’র ৩.৩৮ শতাংশ দর কমেছে।
দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই