‘লেভেল প্লেয়িং ফিল্ড দুষ্টুদের জন্য নয়’
সিটি নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ড দাবির প্রসঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘যারা ভদ্রলোক তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। যারা দুষ্টুলোক, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আগুন দিয়ে মানুষ মারে, তাদের জন্য নয়। নির্বাচনে আপনারা দুষ্টুকে সমর্থন করবেন আর লেবেল প্লেয়িং ফিল্ড চাইবেন এটা হতে পারে না।’
জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে রবিবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক কাউন্সিরের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আপনারা সন্ত্রাসীদের প্রার্থী দেবেন, আবার তাদেরকে যেন আইন স্পর্শ না করে- এমন লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
মন্ত্রী বলেন, ‘নির্বাচনে আসছেন ভাল কথা। কিন্তু নির্বাচনের নামে তাণ্ডব চালিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র করবেন না। আপনারা নির্বাচনে আসবেন, আবার অবরোধ তুলে নেবেন না, তা হবে না। অবরোধও তুলে নিতে হবে।’
আলোচনা সভার আরও বক্তব্য দেন- বাংলাদশ মুক্তিযোদ্ধা পরিষদ কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনালের (অব.) হেলাল মোর্শেদ খান, সাবেক সংসদ সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউদ্দিজ্জামান ভুইয়া প্রমুখ।
মন্তব্য চালু নেই