লেভেল প্লেয়িং ফিল্ড চায় বিএনপি
সরকার সমর্থিত প্রার্থী ছাড়া অন্যদের নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামন রিপন বলেন, ‘প্রচারণার জন্য সরকার সমর্থিত প্রার্থী ছাড়া অন্যদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। এটি নিশ্চিত করতে আমরা ইসির প্রতি আহ্বান জানাই।’
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণকে তাদের পছন্দের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেওয়া উচিৎ। এ জন্য নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন। ভয়ভীতি ছাড়া প্রতিযোগিতামূলক আনন্দের নির্বাচন হতে হবে।’
দীর্ঘ তিন মাসের মধ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় এই প্রথম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত ৩ জানুয়ারি দিবাগত রাতে কার্যালয় থেকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘আটক’ করে নিয়ে কার্যালয় তালা লাগিয়ে দেওয়ার পর দীর্ঘ দিন এই কার্যালয়ের আশপাশে কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি।
যদিও ৯২ দিন পর গত ৪ এপ্রিল কার্যালয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করে দলটির কয়েকজন নেতা। তবে শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিলের আগ পর্যন্ত সেখানে নেতা-কর্র্মীদের স্বাভাবিক আনোগোনা ছিল না।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামন রিপন সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব শাহজাহান, রিজভী আহমেদসহ সারা দেশের নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস তিনটি মামলা ছাড়া সকল মামলায় জামিনে রয়েছেন। তাকে এসব মামলায় জামিন দেওয়ার আহ্বান জানাই। তিনি যেন জামিন পেয়ে ভোটারদের নিকট যেতে পারেন। প্রচার-প্রচরাণা চালাতে পারেন।’
নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মাথাচারা দিয়ে উঠেছে, এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যদি সুষ্ঠু নির্বাচন চায় তাহলে এসব সন্ত্রাসীদের দমন করতে হবে। সন্ত্রাসীরা যদি সন্ত্রাসী কর্মকা- চালাতে থাকে জনগণ ভোট কেন্দ্র যেতে পারবে না।’
নির্বাচন নিয়ে সরকার ‘কুপরিকল্পনা’ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা জাতিকে বিভক্ত করছে। এটি দেশের জন্য খারাপ। সরকারের উচিত হিংসা-বিদ্বেষ পরিহার করা। নির্বাচনকে কেন্দ্র করে সরকার যত কুপরিকল্পনা করেছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তা প্রত্যাহার করার আহ্বান জানাই। প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে সেটি দেশ ও জাতির জন্য খারাপ ফল বয়ে আনবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই