লেনোভোর ল্যাপটপে থ্রিডি ওয়েবক্যাম

দেশে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে আনলো লেনোভোর মাল্টিমিডিয়া সিরিজের নতুন ‘জেড৫১৭০’ মডেলের ল্যাপটপ।

ল্যাপটপটি অসাধারণ প্রিমিয়াম মেটাল ফিনিশে ডিজাইন করা। এটির ডিসপ্লে ১৫.৬ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।

এতে রয়েছে ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি। ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি ব্যবহারকারীকে গেসচার কন্ট্রোলের মাধ্যমে অনেক ধরনের গেম ও অ্যাপস চালনায় সহায়তা করেবে। এছাড়াও থ্রিডি মোডে ব্যবহারকারীর চেহারাকে স্ক্যান করার অসাধারণ অনুভুতি প্রদান করবে।

এই ডিভাইসটিতে জেবিএল স্পিকার এবং ডলবি হোম থিয়েটার ব্যবহার করা হয়েছে।

পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক, ৮ জিবি এসএসএইচডি, ৮ জিবি ডিডিআর ৩ র‌্যাম, ৪ জিবি এএমডি রেডিওন আর ৯ গ্রাফিক্স।

জেনুইন উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে আছে দ্রুত গতির ৮০২.১১এসি ওয়াইফাই।

এছাড়াও এতে রয়েছে ব্যাকলিট কি-বোর্ড যা দ্বারা রাতেও স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়।

অধিক সময় ব্যাকআপের জন্য রয়েছে ৪ সেল ব্যাটারি। ১ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির মূল্য ৮২ হাজার ৫০০ টাকা।

এছাড়াও কোরআই-৫ প্রসেসরে ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এটির মূল্য ৭২ হাজার ৮০০ টাকা।



মন্তব্য চালু নেই