লেগ ক্লিভেজ এর সাজ
পুরুষ যেমন নারীকে আকর্ষন করতে চান তার বিভিন্ন বৈশিষ্ট দিয়ে। ঠিক তেমনি নারীরাও চান কিভাবে তার কাঙ্খিত পুরুষকে আকর্ষন করা যায়। এমনই একটি উদাহরন হচ্ছে ক্লিভেজ প্রদর্শন। বন্ধুবান্ধবদের সঙ্গে মাঝে মধ্যেই পার্টিতে যেতে হয়। ভাবছেন এবারের পার্টিতে একটু অন্য ধরনের লুক আনবেন। পার্টিতে পায়ের দিকটা হাইলাইট করলে কেমন হয়? করতেই পারেন। পায়ের ক্লিভেজ দেখিয়ে হয়ে উঠতে পারেন পার্টির আকর্ষণের কেন্দ্রবিন্দু। জেনে নিন পায়ের ক্লিভেজ দেখিয়ে ফ্যাশন করতে চাইলে সাজগোজ কেমন হবে।
সিকুইন:
থাই হাই স্লিট দেওয়া মেটালিক সিকুইন পরুন। ঠোঁট রাঙিয়ে তুলুন লাল রঙে। পায়ে পরুন কালো পাম্পস্। কানে দুল পরুন।
লেস:
পায়ের ক্লিভেজ দেখাতে ফ্রন্ট স্লিট দেওয়া ব্ল্যাক লেস গাউন পরতে পারেন। সঙ্গে পায়ে পরুন কালো রঙের স্ট্র্যাপি হিলস্। হাতে রাখুন পোশাকের সঙ্গে মানানসই সুন্দর চকচকে ক্লাচ।
গোলাপি:
ইনোসেন্ট ও আলট্রা ফেমিনিন লুক আনতে গোলাপি পোশাকের জুড়ি নেই। আর সেটা যদি হয় সিফনের তাহলে তো কথাই নেই। একটু ঢিলে হাই-লো ঘেরের স্বচ্ছ এই পোশাকেও ফুটে উঠবে লেগ ক্লিভেজ। পায়ে পরুন নরম ধরনের জুতো।
মন্তব্য চালু নেই