লুকিয়ে নগ্ন ছবি তোলায় হোস্টেল ছাড়ল ৬০ ছাত্রী

ভারতের ওডিষার গঞ্জম জেলার গুডিয়ালি এলাকার সরকার পরিচালিত একটি আবাসিক স্কুলের ৬০ ছাত্রী, তাদের হোস্টেল ছেড়ে চলে গেছে। অভিযোগ, কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয় নামের স্কুলের হিসেবরক্ষক, সেখানকার রাঁধুনির সঙ্গে মিলে একযোগে, ছাত্রীদের নগ্ন ও অর্ধনগ্ন ছবি তুলেছে। এই কারণেই আতঙ্কে এখন ছাত্রীরা হোস্টেল ছাড়া। ওই ধরণের ২২টি ছবি হিসেবরক্ষকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

গতবছর যখন ছাত্রীরা পিকনিকে গিয়েছিল, সেই সময় ছবিগুলো তোলা হয়। সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে আসে, এবং স্কুলের প্রধানশিক্ষিকা, টি অন্নপূর্ণা এবিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনার পর অভিযুক্ত হিসেবরক্ষক ও রাঁধুনি চাকরি থেকে ইস্তফা দিয়েছে। হোস্টেলের ওয়াড্রেন আপাতত ছুটিতে রয়েছে।

হোস্টেলটিতে ৮৭জন মতো ছাত্রী থাকত, এরমধ্যে বেশিরভাগই তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি। প্রায় ষাট জন ছাত্রী এখন হোস্টেল ছাড়া। ছাত্রীরা মূলত ক্লাস সিক্স থেকে এইটের মধ্যে পড়ে। ছাত্রীদের নিরাপত্তার জন্যে একজন মহিলা কনস্টেবলও নিয়োগ করা হয়েছে।



মন্তব্য চালু নেই