লুঙ্গি পরে নাচলেন সানি

নানাভাবেই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার তিনি Sunny-lungiলুঙ্গি পরে নেচে তাক লাগিয়ে দিলেন সবাইকে। আর সানির এ নাচ দেখা যাবে তার নতুন তেলেগু ছবি ‘কারেন্ট থিগা’য়। এ ছবির একটি আইটেম গানে লুঙ্গি পরে নেচেছেন তিনি। শুধু লুঙ্গি নয় সানিকে এই আইটেম গানের ভিডিওতে বহু লাস্যময়ী রুপে দেখা গেছে।

জি নাগেশ্বর রেড্ডি পরিচালিত ‘কারেন্ট থিগা’ ছবিতে মনোজ মঞ্চু, রকুল প্রিত সিং ও জগপতি বাবু প্রধান ভূমিকায় রয়েছেন। গত ১৭ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবিটি। এটি সানির প্রথম তেলেগু ছবি।



মন্তব্য চালু নেই