লুকিয়ে বিয়ে করেছিলেন মিঠুন-শ্রীদেবী
টপ লাইন পড়ে হয়তো এ কথাটা বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু ঘটনা সত্য। যোগিতা বালির সঙ্গে বিয়ে হওয়া সত্ত্বেও মিঠুন শ্রিদেবীর প্রেমে পড়েন।
কিছুদিন প্রেম করার পর দু’জনে লুকিয়ে বিয়েও করে নেন।
তাদের বিয়ের খবর হয়তো কেউ জানতেও পারতো না। কিন্তু একটা সাক্ষাৎকারে মিঠুন নিজেই তা স্বীকার করে নেন।
আর সে সম্পর্ক বজায় ছিল ১৯৮৬ থেকে ১৯৮৭ সালের মধ্যে। শ্রীদেবীই পরবর্তীতে এ সম্পর্ক ছেদ করেন। এর প্রধান কারণ ছিল- প্রথম স্ত্রী যোগিতা বালির সঙ্গে মিঠুনের বিবাহ-বিচ্ছেদ না হওয়া। আবার কারো মতে, যোগিতা বালির হস্তক্ষেপে কিছুদিনের মধ্যেই মিঠুন-শ্রীদেবীর সম্পর্ক চুকে যায়।
মন্তব্য চালু নেই