লুকিয়ে প্রেম করছেন জ্যাকি পুত্র টাইগার শ্রফ
টাইগার, জ্যাকি শ্রফের পুত্র সদ্য পা রেখেছেন বলিউড পাড়ায়। সুন্দর চেহারা আর সুঠাম দেহ দেখে এখনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন আনেক তরুণী। কিন্তু তাদের সকলের জন্য নেহাতই দুঃসংবাদ নিয়ে এসেছেন এক নবাগতা মডেল এবং অভিনেত্রী দিসা পটানি। শোনা যাচ্ছে সেই নবাগতা মডেলের সঙ্গে টাইগার নাকি সকলের আড়ালেই ডেটিং করছেন। যদিও অভিনেতা নিজে সেকথা স্বীকার করেননি। তবে তার এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন, টাইগার এবং দিশা গভীরভাবে একে অপরের প্রেম আছন্ন।
সূত্রের তরফে জানা গেছে, দিশার কোনও এক ছবিতে টাইগারের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার কথা রয়েছে। সেই ছবিতে কাজের জন্য কয়েকমাস দিশার প্রশিক্ষণও চলে টাইগারের সঙ্গে। সেই সময়ই তারা একে অপরের কাছাকাছি আসেন। সেই সম্পর্কই বর্তমানে গভীর প্রেমে পরিণত হয়েছে।
আপাতত কয়েক মাসের অপেক্ষা, তারপরই সিনেমা পর্দায় দেখা যাবে বাস্তব জীবনের এই জুটির প্রেমের শেষ পরিণতি।
মন্তব্য চালু নেই