লুইস ‘রাগ’ ঝারলেন সেঞ্চুরি দিয়ে

বিপিএলে এবারের আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন বরিশাল বুলসের হয়ে খেলা ক্যারিবীয় ক্রিকেটার এভিন লিউইস। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

বিপিএলের তিন আসর মিলিয়ে এটি পঞ্চম সেঞ্চুরি। এর আগে ক্রিস গেইল ২টি, আহমেদ শেহজাদ ১টি ও ডাওয়েন স্মিথ ১টি করে সেঞ্চুরি করেছিলেন। এর মধ্যে গেইল ও শেহজাদ বরিশাল বার্নার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন। আর স্মিথ করেছিলেন খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে।

বুধবার এভিন লিউইস ৬৫ বল মোকাবেলা করে ১০১ রান করে অপরাজিত থাকেন। এর মধ্যে তার সাতটি চার ও ছয়টি ছয়ের মার রয়েছে। এদিন ব্যাটে নেমে রনি তালুকদারের সঙ্গে ওপেনিং জুটিতে ১২৭ রানের পার্টনারশীপ গড়েন লিউইস।



মন্তব্য চালু নেই